ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক।

  • newsdesk
  • আপডেট: ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

আইরিন হক, বেনাপোল(যশোর): ভারতে পাচার কালে যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে সোমবার সকাল ১১ টার দিকে স্বর্ণসহ চোরাকারবারিকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৮৩১ গ্রাম এবং বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাদের কাছে গোপন খবর আসে, একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কলারোয়ার কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাবে। পরে বিজিবি অভিযান চালিয়ে স্বর্নবারসহ চোরাকারবারিদের আটক করে।

এসময় বিজিবির এই কর্মকর্তা আরো জানান, একজন ঢাকার যাত্রাবাড়ী এবং অন্যজন ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটককৃত স্বর্ণসহ আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।।

চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেফতার

যশোর সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার স্বর্নবারসহ পাচারকারি আটক।

আপডেট: ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

আইরিন হক, বেনাপোল(যশোর): ভারতে পাচার কালে যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে সোমবার সকাল ১১ টার দিকে স্বর্ণসহ চোরাকারবারিকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন- রাজবাড়ি জেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৮৩১ গ্রাম এবং বাজারমূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাদের কাছে গোপন খবর আসে, একজন ঢাকা থেকে নাভারন এবং অপরজন ঢাকা থেকে কলারোয়ার কাজীরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাবে। পরে বিজিবি অভিযান চালিয়ে স্বর্নবারসহ চোরাকারবারিদের আটক করে।

এসময় বিজিবির এই কর্মকর্তা আরো জানান, একজন ঢাকার যাত্রাবাড়ী এবং অন্যজন ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট গমন করছিল।

সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটককৃত স্বর্ণসহ আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।।