ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

১২ আগস্ট বেনাপোল বন্দরের বানিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য

  • newsdesk
  • আপডেট: ০৮:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

 

আজকের কথা,বেনাপোল(যশোর): গতকাল সোমবার বেনাপোল বন্দর দিয়ে ভারত -বাংলাদেশের মধ্যে ৩০৫ ট্রাক পণ্যের আমদানি ও রফতানি বানিজ্য হয়েছে। এসময় দুই দেশের মধ্যে ১ হাজার ৩৬৯ জন দেশ,বিদেশি পাসপোর্টধারি যাতায়াত করেছে।

মঙ্গলবার(১৩ আগস্ট) সকাল ৮ টায় বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে বানিজ্য ও ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী যাত্রী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্য মতে, সোমবার সকাল ৯ টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি বানিজ্য শুরু হয়। এদিন রাত ১১ টা পর্যন্ত ৩০৫ ট্রাক পণ্যের মোটা আমদানি-রফতানি বানিজ্য হয়েছে । এর মধ্যে ভারত থেকে আমদানি হয়েছে ২৬৯ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আমদানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ্য পণ্য ছিল শিল্পকলকারখানার কাঁচামাল,তৈরী পোশাক,কেমিকেল, কসমেটিকস,গার্মেন্টস,শিশু খাদ্য, মেশিনারিজ দ্রুব,মাছ ইত্যাদী।
এসময় বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৩৬ ট্রাক। রফতানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ্য পণ্য ছিল বসুন্ধারা টিসু,কাচা লোহা, ওয়ালটন ফ্রিজসহ বিভিন্ন সামগ্রী, জুতা,কেমিকেল,মাছ ইত্যাদী। ০৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বানিজ্যের উপর নিষেধাজ্ঞায় আমদানি,রফতানি অর্ধের নিচে কমে এসেছে।

ইমিগ্রেশন তথ্য জানান, সোমবার ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল -পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশেন মধ্যে মোট যাতায়াত করেছে ১ হাজার ৩৬৯ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৭৪৫ গেছে জন এবং ভারত থেকে ফিরেছে ৬২৪ জন। ০৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে গেছে।

এদিকে বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সোমবার রেলপথে ভারত থেকে কোন কার্গো রেল বা যাত্রী বাহি রেল বেনাপোল বন্দরে আসেনি।

চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেফতার

১২ আগস্ট বেনাপোল বন্দরের বানিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য

আপডেট: ০৮:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

 

আজকের কথা,বেনাপোল(যশোর): গতকাল সোমবার বেনাপোল বন্দর দিয়ে ভারত -বাংলাদেশের মধ্যে ৩০৫ ট্রাক পণ্যের আমদানি ও রফতানি বানিজ্য হয়েছে। এসময় দুই দেশের মধ্যে ১ হাজার ৩৬৯ জন দেশ,বিদেশি পাসপোর্টধারি যাতায়াত করেছে।

মঙ্গলবার(১৩ আগস্ট) সকাল ৮ টায় বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে বানিজ্য ও ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী যাত্রী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্য মতে, সোমবার সকাল ৯ টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি বানিজ্য শুরু হয়। এদিন রাত ১১ টা পর্যন্ত ৩০৫ ট্রাক পণ্যের মোটা আমদানি-রফতানি বানিজ্য হয়েছে । এর মধ্যে ভারত থেকে আমদানি হয়েছে ২৬৯ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। আমদানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ্য পণ্য ছিল শিল্পকলকারখানার কাঁচামাল,তৈরী পোশাক,কেমিকেল, কসমেটিকস,গার্মেন্টস,শিশু খাদ্য, মেশিনারিজ দ্রুব,মাছ ইত্যাদী।
এসময় বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৩৬ ট্রাক। রফতানি পণ্যের মধ্যে উল্লেখ্য যোগ্য পণ্য ছিল বসুন্ধারা টিসু,কাচা লোহা, ওয়ালটন ফ্রিজসহ বিভিন্ন সামগ্রী, জুতা,কেমিকেল,মাছ ইত্যাদী। ০৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বানিজ্যের উপর নিষেধাজ্ঞায় আমদানি,রফতানি অর্ধের নিচে কমে এসেছে।

ইমিগ্রেশন তথ্য জানান, সোমবার ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল -পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশেন মধ্যে মোট যাতায়াত করেছে ১ হাজার ৩৬৯ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৭৪৫ গেছে জন এবং ভারত থেকে ফিরেছে ৬২৪ জন। ০৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে গেছে।

এদিকে বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সোমবার রেলপথে ভারত থেকে কোন কার্গো রেল বা যাত্রী বাহি রেল বেনাপোল বন্দরে আসেনি।