আজকের কথা (যশোর): দীর্ঘ লড়াইয়ের পর পরিবর্তন সম্ভব হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এখন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। দেশের পরিচালনার দায়িত্ব যাদের জনগণ দেবে, তারাই দেশ পরিচালনা করবে। তিনি আরো বলেন, বিএনপি দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সক্রিয় ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) যশোর শহরের লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে যে অবস্থানে পৌঁছেছি, তা নষ্ট হতে দেয়া যাবে না। খালেদা জিয়া ও তার পরিবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির কখনো পালানোর ইতিহাস নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমরা সবসময় অবিচল ছিলাম এবং থাকব।
যুবদলের ৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান
অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।