০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি

ডেস্ক নিউজ

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন?

আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্নটা ভেসে বেড়াচ্ছে।পুরোনো সেই প্রশ্নই আবার নতুন করে উঠেছে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করার পর। গতকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলেননি মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও। ‘মেসিকে ছাড়াও আমরা জিততে পারি’—উরুগুয়ের পর ব্রাজিলকেও হারিয়ে এমন বার্তাই দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি।

 

এরপর স্কালোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত হবে না।’মেসির জার্সি পরেই খেলা দেখেছেন অনেক দর্শকএএফপি

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসলের চোটে ভুগছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা অবশ্য এ মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসে ছিলেন।আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।রদ্রিগো দি পল, আর্জেন্টিনা মিডফিল্ডার

চোট ও বয়স মেসির ফুটবল ভবিষ্যতে কালো ছায়া ফেলতে শুরু করলেও সতীর্থদের বিশ্বাস তাঁর এখনো অনেক কিছুই দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে এক গোল করা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তো সরাসরিই বলে দিয়েছেন মেসি থাকলে আরও ভালো করবেন তাঁরা, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও ২-৩ গোল বেশি করতাম।’

তবে পুরো আর্জেন্টিনার মনের কথাটা যেন বলে দিয়েছেন রদ্রিগো দি পল। মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে বিধ্বস্ত করার পর এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি

আপডেট: ০১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন?

আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্নটা ভেসে বেড়াচ্ছে।পুরোনো সেই প্রশ্নই আবার নতুন করে উঠেছে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করার পর। গতকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলেননি মেসি। আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও। ‘মেসিকে ছাড়াও আমরা জিততে পারি’—উরুগুয়ের পর ব্রাজিলকেও হারিয়ে এমন বার্তাই দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি।

 

এরপর স্কালোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত হবে না।’মেসির জার্সি পরেই খেলা দেখেছেন অনেক দর্শকএএফপি

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসলের চোটে ভুগছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা অবশ্য এ মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসে ছিলেন।আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।রদ্রিগো দি পল, আর্জেন্টিনা মিডফিল্ডার

চোট ও বয়স মেসির ফুটবল ভবিষ্যতে কালো ছায়া ফেলতে শুরু করলেও সতীর্থদের বিশ্বাস তাঁর এখনো অনেক কিছুই দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে এক গোল করা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তো সরাসরিই বলে দিয়েছেন মেসি থাকলে আরও ভালো করবেন তাঁরা, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও ২-৩ গোল বেশি করতাম।’

তবে পুরো আর্জেন্টিনার মনের কথাটা যেন বলে দিয়েছেন রদ্রিগো দি পল। মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে বিধ্বস্ত করার পর এই মিডফিল্ডার বলেছেন, ‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’