শার্শায় আন-নূর ক্যাডেট মাদ্রাসার পক্ষ্যে ঈদ উপহার দিলেন রোকনুজ্জামান জনি
আজকের কথা ডেস্ক: মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোরের শার্শা বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে কন্যদহ গ্রামের সাড়ে তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন গ্রামটির কৃতি সন্তান রোকনুজ্জামান জনি।মুসলিম, হিন্দু সব ধর্মের মানুষকে তার এ উপহার গ্রহন করতে দেখা গেছে।
শনিবার(২৯ মার্চ) সকালে রোকনুজ্জামান জনির প্রতিষ্ঠিত কন্যাদহ আন- নূর ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে এ ঈদ উপহার দেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চিনি, দুই প্রকারের সেমাই,গুড়া দুধ, লুডুস,মসলা,সাবান ও শ্যাম্পু।
জনি কন্যাদহ গ্রামের ত্যাগী বিএনপি পরিবারের সন্তান ও সাবেক ইউপি সদস্য মৃত নূরইসলাম গাইনের ছেলে।
সমাজ সেবক জনি গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় জানান, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এটাই কাম্য।
কণ্যাদহ আন-নুর ক্যাডেট মাদ্রাসার পরিচালনাকারী হাফিজুর রহমান জানান, পারিবারিক শিক্ষা ও মুল্যবোধ থেকে গ্রামবাসীর মধ্যে শিক্ষার আলো পৌছে দিতে রোকনুজ্জামান জনি ব্যক্তি অর্থায়নে তিনি কন্যাদহ আন – নূর ক্যাডেট মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যেখানে প্রায় তিনশতাধিক শিক্ষার্থী রয়েছেন। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে। তিনি সামনের দিনে পথ চলতে সবার দোয়া ও সহযোগীতা চেয়েছেন।