দেশ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা মফিজুর রহমান সজন
আজকের কথা ডেস্ক (বেনাপোল) মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন। শুভেচ্ছা জানিয়েছেন বেনাপোল বন্দর ব্যবহারকারী সকল বাণির্জিক সংগঠনের প্রতি।
এক বাণীতে মফিজুর রহমান সজন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। তিনি বলেন-ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
বেনাপোল উন্নয়নে যারা ভুমিকা রেখেছেন মফিজুর রহমান সজন তাদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ এ মানুষটির। বানিজ্য সেবায় ব্যবসায়ীদের পাশে থেকে বলিষ্ট নেতৃত্বের জন্য একাধিকবার তিনি বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গন বন্দর উন্নয়ন ও পৌরসভা প্রতিষ্ঠায় মফিজুর রহমান সজনের রয়েছে বিশেষ অবদান । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শিত মানুষ। গতবার বেনাপোল পৌর নির্বাচনে তিনি অংশ নিয়ে ব্যাপক ভাবে মানুষের ভালবাসা অর্জন করেন।
শুভেচ্ছান্তে,
মফিজুর রহমান সজন
সাবেক সভাপতি। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।