ইমরুল কায়েশ (যশোর): যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫২) ছুরিকাঘাতে জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
আহত অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সোমবার (৩০ জুন) রাত পনে ৯ টার দিকে তার উপর ছুরি হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অ্যাডভোকেট বাবুল শহরের শংকরপুরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৪/৫ জনের একদল সন্ত্রাসী তার উপর ছুরিকাঘাতে হামলা চালিয়ে পালিয়ে যায় । পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তী করে।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সন্ত্রাসী তানভীর ও সহযোগীরা হামলায় জড়িত।
এর আগে ২০২২ সালের ৩০ মে সন্ত্রাসী হামলার শিকার হন বাবুল। নিজ দলের লোকেরাই তাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে জানা যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, কাউন্সিলর বাবুলের উপর হামলার খবর শুনেছি। তবে এখনও অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ হামলার বিষয়টি খতিয়ে দেখছে।