আজকের কথা(বেনাপোল) বন্দর নগরী বেনাপোলে দোয়া অনুষ্ঠান ও পথচারীদের মধ্যে খবার বিতরনসহ নানান আয়োজনের মধ্য দিয়ে আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
রেববার (২৪ আগস্ট) দিন ভর বেনাপোল পৌর এলাকার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,এতিম খানা ও অভিজাত রেষ্টুরেন্ট গুলোতে এ আয়োজন করা হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের শত শত নেতা,কর্মীরা অংশ নেয়। দোয়া অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিতের দির্ঘায়ু ও রাজনৈতিক জীবনে আরো সম্মানের প্রার্থনা করা হয়। অমিতের পরিবার,শিক্ষা ও রাজনৈতিক দূরদর্শীতা নিয়ে নেতা,কর্মীরা গৌরব বোধ করেন।
জানা যায়, প্রয়াত সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব তরিকুল ইসলাম এবং যশোর জেলা বিএনপি’র সন্মানিত আহবায়ক বিশিষ্ট সমাজ সেবিকা ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত সহ-সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তাঁর শিক্ষা জীবনের শুরু করেন যশোর সেক্রেড হার্ট জুনিয়র হাই স্কুল থেকে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সায়েন্স নিয়ে এইচ,এস,সি(H.S.C)পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটি থেকে বি,এস,সি অনার্স(B.S.C. Hon.)ও বায়োকেমিস্ট্রিতে এম,এস,সি(M.S.C. Biochemistry) এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স এ এম,বি,এ(MBA-Finance) করেন।
বিগত সময়ে স্বৈরাচার সরকারের একের পর এক মিথ্যা মামলার দায় ঘাড়ে নিয়ে অসুস্থ গৃহহারা তরিকুল ইসলামের অনুপস্থিতিতে নেতৃত্ব হীন দিশাহারা যশোর বিএনপির প্রায় ব্যর্থ আন্দোলন সংগ্রামের মোড় একক প্রচেষ্টায় ঘুরিয়ে দিয়ে আন্দোলনকে সাফল্যের শিখরে তুলে আনার মধ্য দিয়েই নিজেকে জননেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি হিসাবে প্রতিষ্ঠিত করেন অনিন্দ্য ইসলাম অমিত।
শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এই নেতাকে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে এক আলোচনায় অংশ নিয়ে বলেন, যশোরসহ দেশের তৃনমূল বিএনপির নেতা-কর্মীগনের দৃষ্টিতে বর্তমানে জনাব আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত যশোর বিএনপির সব থেকে পরিশ্রমী, আপোষহীন, কর্মী দরদী। আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব দানকারী নেতা। যশোর বিএনপির বর্তমান তৃনমূল নেতা-কর্মী গন তারুণ্য দীপ্ত আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এর মাঝেই দেখতে পায় আশির দশকের ক্রান্তি লগ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্বৈরাচার বিরোধী আপোষহীন নেতা, জনাব তরিকুল ইসলামের প্রতিচ্ছবি।
শার্শা উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম শুভেচ্ছা বার্তায় বলেন, আমাদের নেতা অনিন্দ্য ইসলাম অমিত তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা সঞ্চার করেছেন। তার সৃষ্টিশীল চিন্তা, গতিশীল নেতৃত্ব এবং আধুনিক দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে। তিনি বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতি গঠন সম্ভব নয়। তার নেতৃত্বে দলকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় তারুণ্যই মূল চালিকাশক্তি। দেশকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করার জন্য তার নানান পরিকল্পনা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও স্পষ্ট করে তোলে।
বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত শুভেচ্ছা বার্তায় বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি একটি আদর্শ, একটি প্রেরণার দিন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা আমাদের সবার।
উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের নেতাকে দল,মত নির্বশেষে এত মানুষ ভালবাসেন যে, আজকে ফেসবুকে ঢুকলে কেবল তার শুভেচ্ছা বার্তার ছবি ভেসে উঠছে। তার রাজনৈতিক চর্চা,আচার-আচারনের মধ্যে আমরা প্রয়াত শ্রদ্ধেয় জননেতা তরিকুল ইসলামকে খুঁজে পায়।
বেনাপোল পৌর যুবদলের আহবাহক মফিজুর রহমান বাবু জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত সম্পর্কে বলেন, আপনি সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামে আপনাকে সহযোদ্ধা হিসাবে পেয়ে যশোরসহ দেশ বাসি গর্বীত।