উজ্বল বিশ্বাস,(যশোর): যশোরে বাস,ট্রাক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৩ বাস আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এস আই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর, তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা গেছেন। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ও পথচারীরা জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়ে ছিলো। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য বলভাই বলছে, নিহত উপ পরিদর্শক(এস আই) নিক্কন আঢ্য তিনি ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তে কেন্দ্রে যোগদান করেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন। মুন্সিগঞ্জে আদালতে স্বাক্ষী দিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন।
নিহত পুলিশের পরিবার সুত্রে জানায়,নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের সম্মতিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যের মরদেহ নেয়া হবে তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে। সেখানে দুপুরের দিকে তার শেষকৃত্য সম্পন্ন হবে।