ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বেনাপোলে বন্দর ইমপোর্ট-এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার, সম্পাদক জিয়া, সহসভাপতি উজ্বল

  • newsdesk
  • আপডেট: ১০:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১০

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

আজকের কথা (যশোর) : বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলে অবস্থিত সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হন আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর সত্বাধীকারি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক রাহাদ ট্রেডার্সের জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অনান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার), মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া অনান্যরা হলেন, এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সর্বাধিক পঠিত

দেশে ফেরা নিয়ে শর্ত দিয়েছেন শেখ হাসিনার

বেনাপোলে বন্দর ইমপোর্ট-এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার, সম্পাদক জিয়া, সহসভাপতি উজ্বল

আপডেট: ১০:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আজকের কথা (যশোর) : বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলে অবস্থিত সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হন আল-মোদারীপ ইন্টারন্যাশনাল-এর সত্বাধীকারি মতিয়ার রহমান ও সাধারন সম্পাদক রাহাদ ট্রেডার্সের জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিভিন্ন সময় তারা হয়রানির শিকার হয়। এতদিন শক্তিশালী সংগঠন না থাকায় ব্যবসায়ীরা অবহেলিত ছিল। বানিজ্য সহজিকরন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ইমপোর্টা-এক্সপোর্ট এ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করতে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অনান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন উজ্জ্বল বিশ্বাস (উৎস এন্টারপ্রাইজ), সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুল লতিফ (রাতুল ইন্টারন্যাশনাল), মোঃ মহিউদ্দিন (আল আমিন এন্টারপ্রাইজ) ও মোঃ সাজিদুর রহমান (এস. আর. বিজনেস কর্ণার), মোয়াজ্জেম হোসেন লিপু (লিপু ইন্টারন্যাশনাল), নূরুল আমিন বিশ্বাস (বিশ্বাস ট্রেডার্স) এবং আব্দুল করিম (সান এন্টারপ্রাইজ) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া অনান্যরা হলেন, এইচ. এম. আবুল বাশার, মোঃ ওসমান গণি, মোঃ বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।