আজ শুক্রবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এনবি নিউজকে বলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করছেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এতে দলের নেতা-কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। তাই দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তারকেও দল থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
আত/২৯ জানুয়ারি’২০২১