মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে: আন্দালিভ রহমান পার্থ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। আজ শনিবার বিকেলে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলা এসে শহরের উকিলপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
আন্দালিভ রহমান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দল গোছাচ্ছে। বিজেপি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী দল।
এ সময় উপস্থিত ছিলেন বিজেপির ভোলা জেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।