• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা এলার্ম ব্যবহারের সুবিধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। ভারত থেকে চাল আমদানির অনুমতি গতমাসে দেশে বিজিবির হাতে বাং এক মাসে ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পন্য আটক যশোরে জামায়াত নেতা হত্যার আসামীসহ ৫ অপরাধী গ্রেফতার ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। দ্রব মুল্যের বাজার নিয়ন্ত্রনে বেনাপোলে ভোক্তা অধিকারের সাথে বানিজ্য সংগঠনের বৈঠক বেনাপোলে “হাফওয়ে শেল্টার হোম” উদ্বোধন ডিজিটাল বাণিজ্য নীতিমালায় এলসি ছাড়াই আমদানি-রপ্তানির সুযোগ

ঢাকার যেসব এলাকায় আজ বিএনপির গণমিছিল, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ সংবাদটির পাঠক ১৩ জন

এনবি নিউজ : সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। আজ শনিবার  ঢাকায় একযোগে গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দুটি গণমিছিল বের করবে। বরাবরের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা সমাবেশ করবে।

এত দিন বিএনপির কর্মসূচি না থাকায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়নি। গত ৬ আগস্ট বিএনপি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করলে সেদিনই আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়।

সর্বশেষ ২৫ আগস্ট বিএনপিসহ বিরোধীরা এক দফা দাবিতে ঢাকায় কালো পতাকার গণমিছিল করেছিল। ১৫ দিন পর একই দাবিতে আবার আজ ঢাকায় গণমিছিল করবে তারা। তবে এবারের গণমিছিলের কর্মসূচিতে একটু পরিবর্তন আনা হয়েছে। রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হবে। দুই দিক থেকে দুটি গণমিছিল নয়াপল্টনে মিলিত সেখানে সমাবেশ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশ হবে। এর আগে ঢাকায় পৃথক গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হতো। সেখানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দিয়ে গণমিছিলে অংশ নিতেন।

গত ১২ জুলাই এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল ও কালো পতাকার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গত এক সপ্তাহে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল বিএনপি। আজ গণমিছিলের মধ্য দিয়ে আবার যুগপৎ কর্মসূচিতে ফিরল বিএনপিসহ বিরোধীরা।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শনিবার বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে গণমিছিল শুরু করবে। সেটি রামপুরা আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক-মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল মোড় ও নাইটিঙ্গেল হয়ে নয়াপল্টন যাবে।

আজ একই সময়ে মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়ামের পাশ থেকে গণমিছিল বের করবে। সেটি কমলাপুর স্টেশনের পাশ দিয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছাবে। পরে নয়াপল্টনে সমাবেশ হবে।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো পৃথক গণমিছিল ও সমাবেশ করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত, ১২–দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আল–রাজি কমপ্লেক্সের সামনে থেকে, এলডিপি এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিলের নটর ডেম কলেজে উল্টো পাশ থেকে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) পুরানা পল্টন থেকে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, এনডিএম দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মোহাম্মদপুর টাউন হলে পৃথক ‘শান্তি সমাবেশ’ করবে। বেলা তিনটায় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই দুটি সমাবেশ করবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। মোহাম্মদপুর টাউন হলের সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি থাকবেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৮ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১৮ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩৯ অপরাহ্ণ