আজকের কথা,ডেস্ক(যশোর) বেনাপোল: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যুর শিকার বেনাপোলের আবদুল্লাহকে আজ গার্ড অব অর্নার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। পরে তাকে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবর স্থানে ত
দাফন করা হয়। এসময় স্থানীয় প্রশাসন, রজনীতিবিদ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন।।
এর আগে গত ০৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দির্ঘ তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পরে অবস্থার অবনতি হয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গিয়েছিল।
নিহত আব্দুল্লা বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের জব্বার আলীর ছেলে এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পলিটিকাল সায়েন্সের ছাত্র ছিল। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লা। বড় ভাই বাবু ও মেঝ ভাই মিঠু ট্রাক শ্রমিক। আর বোন শশুর বাড়িতে। বাবা বন্দর শ্রমিক।
এদিকে আব্দুল্লার মৃত্যুর খবরে গতকাল বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তবর্তীকালীন সরকারের নৌ, পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদপেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন আব্দুল্লার বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্তনা দেন। ঐ সময় বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ২৫ হাজার ও জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা সহযোগীতা করা হয়। এছাড়া বিভিন্ন ভাবে সহযোগীতার আশ্বাস দেন উপদেষ্টা।
এদিকে আব্দুলার অকাল মৃত্যুর ঘটনায় সারা দেশের পাশাপাশি বেনাপোলের মানুষ শোকাহত।
বেনাপোল।
0 1711-397420