আজকের কথা ডেস্ক(ঢাকা): বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত অক্টোবর মাসে এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবি সদরদপ্তর জানিয়েছে।
বিজিবি জানায়, অক্টোবর মাসে চোরাচালান পন্য ও দ্রব্যের মধ্যে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল ও তৈরি পোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, বিভিন্ন ধরনের ২ লাখ ৫০ হাজার ৭২২টি কসমেটিক্সসামগ্রী, ৩ হাজার ১৪৯ ঘনফুট কাঠ, ২ হাজার ২৬৫ কেজি চা পাতা, ৪ লাখ ১৬ হাজার ৭১১ কেজি চিনি, ৪ হাজার ১৩০ কেজি সার, ৮৬ হাজার ৭৫০ ঘনফুট কয়লা, ২০ হাজার ৪৪০টি মোবাইল ডিসপ্লে, ৪০ হাজার ৬৪০ টি চশমা, ৯৪২ কেজি সুতা ও কারেন্ট জাল, ১৫ হাজার ৩৩৪ কেজি সুপারি, ৯০ হাজার ৯০৪ কেজি রসুন, ১ হাজার ৩১৮ কেজি পিঁয়াজ, ২২ হাজার ৮৮৯ কেজি জিরা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি ও ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল জব্দ করা হয়।
এদিকে এক মাসের ওই অভিযানে ২টি পিস্তল, ৩টি গান জাতীয় অস্ত্র, ১টি রাইফেল, ১টি রিভলবার, ৩টি গ্রেনেড, ১টি রকেট বোম্ব, ২টি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি জব্দ করা হয়।