আজকের কথা ডেস্ক(যশোর): দুর্বল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা অভিবাসীদের নিরাপত্তা এবং পুরর্বাসন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে “হাফওয়ে শেল্টার হোম” বা সাময়িক আশ্রয়স্থলের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(০৫ নভেম্বর) বিকালে রাইটস যশোর এর আয়োজন এবং KOICA ও IOM এর অর্থায়নে বেনাপোল বাজারে হোটেল সানরুফে এ শেল্টার হোম উদ্বোধন হয়।
রাইট যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপত্বিতে প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার শেল্টার হোমের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, যশোর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI) এর শ্যামল দত্ত এবং মাহাবুবুর রহমান,প্রেসক্লাব বেনাপোলের সেক্রেটারি বকুল মাহাবুব,বন্দর প্রেসক্লাবের সেক্রেটারি আজিজুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, অভিবাসীদের পুনর্বাসন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাফ ওয়ে শেল্টার হোম।