এনবি নিউজ : রাজধানীর হাজারীবাগের কালিনগর এলাকায় একটি ফ্ল্যাটে নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে, যাদের দেহ রক্তাক্ত শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নাসরিন বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে রক্তাক্ত অবস্থায় জেসমিনের মরদেহ ঘটনাস্থলেই ছিল। পরে পুলিশ মর্গে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আমরা রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার নামে একজনকে পড়ে থাকতে দেখি এবং আহত অবস্থায় নাসরিন আক্তারকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুই বোন কীভাবে মারা গেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘নিহতদের ভাই নাজির হোসেন জানিয়েছেন, তার বড় বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। নাজির, তার দুই বোন জেসমিন ও নাসরিন এবং মাসহ চারজন এই বাসাতেই থাকে। তাদের বাবা নেই। দুই বোনের এখনো বিয়ে হয়নি। রাতে নাজির দেখতে পান, বড় বোন মৃত অবস্থায় পড়ে আছে আর এক বোন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ছোট বোনকে বাঁচানোর জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচাতে পারেননি।’
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি আহাদ আলী। তিনি বলেন, ‘এর পিছনে যদি অন্য কোনো কারণ থাকে সেটিও তদন্তে বের হয়ে আসবে।’