ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্য
আজকের কথা ডেক্স,বেনাপোল : যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় মাহিম হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
নিহত মাহিম হোসেন মালেশিয়া প্রবাসী আল আমিন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মাহিম রাস্তায় খেলা করছিল। এসময় চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেনের দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।
যশোর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায় শিশুটি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।