আজকের কথা,ডেক্স,বেনাপোল: যশোরের বেনাপোলে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে বাংলাদরশি এক পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা মুল্যের ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
মঙ্গলবার(৩০ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চেকপোষ্ট কাস্টমস থেকে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব ডলার উদ্ধার করা হয়। তিনি আন্তর্জাতিক রুটের একজন চোরাকারবারি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্কগোয়েন্দার রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল ভুইয়া জানান,ডলারের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন খবর পেয়ে কাস্টমস একটি দল বেনাপোল স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। পরে সন্দেহ ভাজন এক নারী তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হুন্ডির জন্য তিনি এসব ডলার বহন করছিলেন।
এর আগে গত সোমবার ২টি স্বর্নবারসহ একপাসপোর্টধারীকে আটক করে শুল্কগোয়েন্দা। এছাড়া গত১১ অক্টেবর ভারত থেকে আসার সময় মানিক মিয়া নামে এক পাসপোর্টধারীকে ৯০ হাজার ইউএস ডলারসহ আটক করেছিল আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।