আজকের কথা ডেক্স(বেনাপোল)ঃ ঢাকার মতিঝিলের পীর জঙ্গী মাজারের সামনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ডেকেও আসেননি কেউ। কর্মসূচিটি বেলা ২টায় শুরু করার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পীর জঙ্গী মাজারের সামনে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেও কাউকে কর্মসূচিস্থলে আসতে দেখা যায়নি। পরে ২ টা ৩২ মিনিটে এক সাদা প্রাইভেট গাড়িতে করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসে সাংবাদিকদের সাথে কথা বলে দ্রুত চলে যান।
এ সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের গ্রেফতার, উপযুক্ত পরিবেশ না থাকা ও দলীয় কর্মীদের গ্রেফতারের সম্মুখীন যেনো হতে না হয় সে জন্যই কর্মসূচি পালন করা হয়নি বলে জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে পুলিশ সদস্যরা সকাল থেকেই শক্ত অবস্থান নিয়ে রেখেছিলেন। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত হন কর্মসূচি স্থলে। তবে বিএনপি নেতাকর্মীরা কেউ আসেননি।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল করার ঘোষণা দিয়েছিলো বিএনপি। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে বলেও জানায়।
ঢাকা শহরের সাতটি স্থানে এ কর্মসূচি পালন করার কথা জানা দলটি। এর মধ্যে উত্তরায় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মিরপুরে সেলিমা রহমান, শাহজাদপুরে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান উপস্থিত থাকবেন। এ ছাড়া মতিঝিলে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নিউমার্কেট এলাকায় নজরুল ইসলাম খান, দয়াগঞ্জে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যাত্রাবাড়ীতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথাও দলটির পক্ষ থেকে জানানো হয়েছিলো।