আজকের কথা ডেস্ক(বেনাপোল)যশোরঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার স্পেন থেকে মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন ফ্লোরিডা ও ম্যাগনিফিসেন্ট নামে দুই বাংলা ভাষা প্রেমী। এ সময় তাদের দেখতে বেনাপোল সীমান্তে উৎসুক জনতা ভিড় জমায়। ২১ ফেব্রুয়ারি তারা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে স্পেনের এই দুই নাগরিক ভারতের পেট্রাপোল বন্দরে হয়ে পাসপোর্ট যোগে যশোরের বেনাপোল বন্দরে পৌঁছায়।