আজকের কথা ডেস্ক(বেনাপোল) ঢাকাঃ রোজার আগেই ভারত থেকে এক লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যসংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন।
এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে। পণ্য পরিবহনে প্রয়োজনে পরিবহন ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহনের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসে কোনো পণ্যের ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে।
এরই মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।
জানা যায়, উৎপাদন ঘাটতির কারণ দেখিয়ে ভারত সরকারের বানিজ্য মন্ত্রনালয় পেঁয়াজ, চাল, রফতানিতে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া গমসহ কয়েকটি নিত্য পণ্য রফতানিতে তারা নানান শর্ত দিয়ে কড়াকড়ি আরোপ করেছিল। এতে অনেকটা আমদানি নির্ভর দেশ বাংলাদেশে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রন হারিযে দাম লাগাম ছাড়া বাড়ে।