আজকের কথা ডেস্ক(বেনাপোল) যশোর: যশোরের দেয়াড়া ইউনিয়নে আব্দুল আলিম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে যশোর সদর থানা পুলিশ তাকে আটক করে। এর আগে সেমবার দুপুরে দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে শিশু সদন এতিমখানায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ০৮ নাম্বার দেড়ায়া ইউনিয়নের এড়ান্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে। অভিযুক্ত মাদরাসা শিক্ষক ঝিনাইদাহের কালিগঞ্জ উপজেলার গোলাম সরোয়ারের ছেলে মোসাদ্দিক বিল্লাহ (২৪)।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা যায়, পড়া না পারাকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষক মোসাদ্দিক বিল্লাহ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী আব্দুল আলিমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসা না দিয়ে মাদরাসায় আটকে রাখে। শিশুটি কৌশলে মাদরাসা থেকে বের হয়ে বাড়িতে বাবা, মায়ের কাছে অভিযোগ দিলে তারা মাদরাসায় এসে এমন ঘটনার বিষয়ে জানতে চান। এক পর্যায়ে স্থানীয়রা ওই শিক্ষককে ধরে গণধোলাই দিয়ে স্থানীয় জনপ্রতিনিধির হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন জানান, এটি অমানবিক নির্যাতনের ঘটনা। শিশুটি মারাত্মকভাবে জখম হয়েছে। তাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে ধরে পুলিশে দিয়েছে। এ দৃষ্টান্ত মুলক বিচার আমরা চাইছি।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সোমবার রা সাড়ে ১১ টায় জানান, আহত শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মোসাদ্দিক বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।