আজকের কথা ডেস্ক (বেনাপোল)যশোর: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের (বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল এসএসসি ব্যাচ-২০০৩) সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার(০২ মার্চ) গ্রীনভ্যালি পার্ক, লালপুর, নাটোর পিকনিক স্পটে এই মিলনমেলা ও পূর্ণর্মিলণী অনুষ্ঠিত হয়।
যশোরের বেনাপোল বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রাক্তন ছাত্ররা বন্ধুদের মধ্যে পরস্পর যোগাযোগ রক্ষা, বিপদে পাশে দাড়ানো সহ নানান সৌহাদ্য মুলক কর্ম পরিকল্পনা নিয়ে গঠন হয়েছে বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল এসএসসি ব্যাচ-২০০৩। প্রতি বছরের ন্যায় বনভোজনের মাধ্যমে একত্রিত হয় এরা।
সংগঠনের নেতারা জানান, শেকড়ের টানে বার বার পাশে আনে। “বন্ধু” শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে, পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, দুষ্টমির সেই স্কুলের বারান্দা, স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া,বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের।কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান টা রয়েই গেছে।সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাড়াতে পারি, সেই উদ্যোগে বন্ধু-বান্ধবদের নিয়ে ছড়ানো ছিটানো বন্ধু-বান্ধব একি প্লাটফর্মে থাকার জন্য এই পরিকল্পনা।
সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই স্কুল জীবন ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা।
এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী,কেউ বা আবার প্রবাসী।পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুলবন্ধু। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুলবন্ধু। ২রা মার্চ গ্রীনভ্যালি পার্ক নাটোর পিকনিক স্পটে সেখানে উপস্থিত হয়ে সবাই যেন ২১বছরের আগের স্কুল জীবনের স্মতিকাতর হয়ে ওঠেন।
এদিন বন্ধুদের মিলনমেলা সকাল থেকে শুরু হয়ে বিকেল অবধি চলে। অনুষ্ঠানটি সম্মাননা, গান, নাচ ও খেলাধুলা সহ এক ব্যতিক্রমী আলোড়নের সৃষ্টি করে।