• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা এলার্ম ব্যবহারের সুবিধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাকে বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। ভারত থেকে চাল আমদানির অনুমতি গতমাসে দেশে বিজিবির হাতে বাং এক মাসে ২২৫ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পন্য আটক যশোরে জামায়াত নেতা হত্যার আসামীসহ ৫ অপরাধী গ্রেফতার ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ,লীগ নেতা গ্রেফতার। দ্রব মুল্যের বাজার নিয়ন্ত্রনে বেনাপোলে ভোক্তা অধিকারের সাথে বানিজ্য সংগঠনের বৈঠক বেনাপোলে “হাফওয়ে শেল্টার হোম” উদ্বোধন ডিজিটাল বাণিজ্য নীতিমালায় এলসি ছাড়াই আমদানি-রপ্তানির সুযোগ

আশিরের তৈরি উড়োজাহাজ বাঁশখালীর আকাশ ছুয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ সংবাদটির পাঠক ৯ জন

এনবি নিউজ : ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ছিল বিস্তর আগ্রহ। ছিল উদ্ধাবনী চিন্তা-ভাবনাও। খেলতে খেলতে স্বপ্ন দেখতেন, বড় হয়ে ‘বিজ্ঞানী’ হবেন। আবিষ্কার করবেন নানা কিছু। সেই ইচ্ছের জোড়েই বর্তমানে একজন বিজ্ঞানীতে পরিণত হয়েছেন দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. আশির উদ্দিন নামের এক শিক্ষার্থী। চার বছরের সাধনায় ইতোমধ্যে তিনি তৈরি করেছেন বিশ্বের বিভিন্ন দেশের মডেলে নয় ধরনের উড়োজাহাজ।

করোনা মহামারি শুরু হলে নিজ বাড়িতেই কাটিয়েছেন অধিকাংশ সময়। আর এই সময়ের মধ্যে আশির উদ্দিন তাঁর স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কারও কাছে প্রশিক্ষণ নেননি তিনি। তবু নিজে নিজে তৈরি করলেন একাধিক উড়োজাহাজ।

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে শিক্ষার্থী আশির উদ্দিনের নির্মিত বিমান।

আশির উদ্দিন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই টেকনিক্যাল বিষয় নিয়ে চিন্তা করতাম। আমার বাসার ছাদের ওপর দিয়ে যখন বিমান যেত, আকাশের দিকে তাকিয়ে আমি স্বপ্ন দেখতাম। সৃষ্টিকর্তাকে বলতাম, আমি একটা বিমান বানাতে চাই, হে আল্লাহ আমার স্বপ্ন সত্যি করে দাও। পরে পরিবারের দেওয়া বিভিন্ন সময়ের হাত খরচের টাকা দিয়ে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র কিনি। আলোচিত নানা মডেলের বিমান নিয়ে তা বানানোর স্বপ্ন দেখি। প্রথমে তৈরি করার পরে নষ্ট হয়ে যায়। এভাবে নিজের বানানো শতাধিক উড়োজাহাজ ক্রাশ হয়ে যায়। ২০১৭ সালে প্রথম বিমান তৈরির স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়।’

আশির উদ্দিন আরও বলেন, ‘বিগত বছরে আমার তৈরি বিমান আকাশে উড়াতে দেখে এলাকার মানুষ ও বন্ধুরা আমাকে আরও বেশি উৎসাহিত করে। এরপর একে একে ড্রিম লাইনার ৭৮৭, ইউএস বাংলা, এমকিউ ড্রোন, মিগ ২৯, হেলিকপ্টার, এয়ার বোট, লায়ন ইঞ্জিন, ড্রিল মিসটন, ওয়েদার পাম্প বানাতে সক্ষম হই। এসব উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে বাড়ির আশেপাশে উড্ডয়ন করে সফলতা পাই। এসব দেখতে আসা ব্যক্তি ও বন্ধুদের কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা করে ৫০ থেকে ৬০টি উড়োজাহাজ বিক্রি করেছি আমি।

আশির বলেন, ‘আমার স্বপ্ন আমি যাত্রীবাহী বিমান বানাব। সে বিমানে আমি নিজেও যাত্রী হয়ে ঘুরতে চাই। এর জন্য প্রয়োজন সরকার ও প্রশাসনের সহযোগিতা। এসব কাজ করার জন্য আমি কারো থেকে তেমন কোনো সহযোগিতা নেইনি। এটা ছিল আমার গবেষণা। এ কাজ আরও বড় আকারে ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’

স্থানীয় জমিদার হিসেবে পরিচিত আশিরের বাবা মো. শাহাব উদ্দিন বলেন, ‘আমার তিন ছেলের মধ্যে আশির বড়। আমার টাকা-পয়সার তেমন কোনো অভাব নেই। বাপ-দাদার রেখে যাওয়া ধন-সম্পদ নিয়ে বেশ সুখে আছি। আমার বড় ছেলের এমন কর্মকাণ্ডে আমি খুশি। তবে এটা যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং কাজ করতে পারে তার জন্য সবার সহযোগিতা চাই।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৮ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১৮ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩৯ অপরাহ্ণ