এনবি নিউজ : ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের সাত দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।’
আজ বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে, এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানির হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে যানজট হবে।’
মন্ত্রী বলেন, ‘হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুরহাট বসানোর প্রবণতা কমেছে। বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্পে, যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়, এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সড়কের ছুটি বন্ধ করব না। কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে, পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ট্রাক-কাভার্ড ভ্যান ঈদের আগে তিনদিন বন্ধ থাকবে। ঈদের আগে পরে সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন। মোটরসাইকেল রঙ সাইডে চলায় যানজটের কারণ। এখানে কোনো আপস করা যাবে না। বিআরটি প্রকল্পের চার কিলোমিটার অংশ ঈদের আগে চালু করা হবে।’