এনবি নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগাম প্রস্তুতি নিচ্ছে জানিয়ে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, জাতীয় নির্বাচন ঘিরে যেসব দায়িত্ব আসবে সবকিছু দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল নাজমুল হাসান বলেন, জাতীয় নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বড় একটি ভূমিকা থাকে। নির্বাচন ঘিরে বিজিবির কাঁধে অর্পিত সব দায়-দায়িত্ব পালনে অনেক আগে থেকেই বাহিনীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া কোনো কিছু বাকি থাকলেও সেসব গ্রহণ করা হচ্ছে।
এ টি