এনবি নিউজ : বিএনপি-জামায়াত স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারা ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন সরকার প্রধান।
ধানমন্ডি ৩২ নম্বরে আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে দলের অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বর্তমান সরকারের টানা ক্ষমতায় থাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে যে জনগণের ভাগ্য পরিবর্তন হয় তা প্রমাণ হয়েছে।
বিএনপি-জামায়াত স্বাধীনতায় বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা ক্ষমতায় এলে দেশ ধ্বংস হবে।
দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ গড়াই আজকের এই দিনে আওয়ামী লীগের প্রতিজ্ঞা বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক দলটি। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর