এনবি নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ছয় দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। দুই দেশের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সরকারি ছুটির দিন বাদে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা কার্যক্রম এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহিনুর রেজা শাহীন বলেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ টি