এনবি নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনও দেশের সঙ্গেই নতুন চুক্তি বাংলাদেশ করবে না।’
আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই সরকারের আমলে দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’
আসন্ন ব্রিকস সম্মেলনের বিষয়ে মোমেন বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশা আল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বিদেশি কোনও শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
এ টি