এনবি নিউজ : দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের জন্য আছি। জনগণের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি দেশকে উন্নত করতে।
বাংলাদেশ ইস্যুতে দেশী বিদেশি বিভিন্ন তৎপরতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে-বাইরে তৎপরতা দেখাচ্ছে। চীন-ভারত তৎপর। সব কিছু মিলিয়ে দেশে কী হচ্ছে, কী হবে? এটার উত্তর কে দেবে? এটা তো জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়।
তিনি বলেন, শুধু মেগা প্রকল্পই নয়, খাদ্য উৎপাদন, মাছ-মাংস-সবজি কোনটার অভাব আছে? উৎপাদনের তো কোনও ঘাটতি নেই। পাশাপাশি মেগাপ্রকল্পসহ সব উন্নয়ন তো জনগণের কাজেই লাগছে। তারাই তো এর সুফল ভোগ করেন।
তিনি আরও বলেন, এখন কিছু লোক তো থাকবেই। আপনারা এত আশা করেন কী করে সবাই একেবারে… একতালে খালি প্রশংসাই করে যাবে। সেটা তো করবে না। যারা এক সময় দেশ চালিয়ে ব্যর্থ হয়েছিল, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছিল তাদের মনোবেদনা তো আছেই। আপনি এখন যতই ভালো করেন তারা সেটাকে খারাপ দেখবে। এরকম লোক কিছু থাকবে। এটা সব দেশেই থাকে। না হলে তো সাংবাদিকরাই বা লেখার খোরাকি কই পাবেন। তারা আপনাদের সেই খোরাকি দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের জন্য আছি। জনগণের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি দেশকে উন্নত করতে। এত দ্রুত সময় এত পরিবর্তন আনাটা কী এত সহজ কাজ? এটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ পেয়েছে।
এ টি