এনবি নিউজ : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অপহৃত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়া এলাকা থেকে দ্বীপিতাকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
অপহরণের প্রায় ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তাকে সাজেক ইউনিয়নের ছয়নালছড়া নামক মোন এলাকা উদ্ধার করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু উদ্ধারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মাস্টার্সের আবাসিক ছাত্রী দ্বীপিতা চাকমা কয়েকজন বাাঙালি সহপাঠী নিয়ে সাজেক বেড়াতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আশপাশে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযানে নামে। এতে একটি পাহাড়ি গ্রামে দ্বীপিতাকে ছেড়ে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
পরে ওই এলাকা থেকে তাকে উদ্ধার করে সাজেক থানা পুলিশ। দ্বীপিতা খাগড়াছড়ি সদরের সতেজ বিকাশ চাকমার মেয়ে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ বলেন, দিনভর অভিযানের এক পর্যায়ে অপহৃতাকে উদ্ধার সম্ভব হয়েছে। এটা পুলিশের সফল একটি অভিযান।
এ টি