রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সেখানে তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে ফুলের তোড়া হাতে স্বাগত জানান। এর পর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন।
এদিকে আজ দুপুরেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।