এনবি নিউজ : সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ। আজ বৃহস্পতিবার সকালে রাস্তায় যানচলাচল দেখা গেছে কম। এদিকে বিএনপি আজ নতুন কর্মসূচি ঘোষণা দিতে পাারে বলে জানা গেছে।
অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত রাজধানীতে ৪ গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিন আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শুক্র, শনি বিরতি দিয়ে রবিবার থেকে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে। অবরোধের প্রথম দিন সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় ছিল টার্মিনালের কাউন্টারগুলো। দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে। আজ দ্বিতীয় দিনেও দূরপাল্লার বাস ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি।