আজকের কথা,ডেক্স নিউজ: গুলিতে বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্য রইস উদ্দিন নিহতের ঘটনায় সরোজমিন ঘটনা স্থল পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান। তিনি আজ বিকাল সাড়ে ৩ টার দিকে বেনাপোল থেকে ৯ কিঃমিঃ দুরে ধান্যখোলা বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে তিনি ৪৯ বিজিবি’র কোম্পানির সদর দপ্তর শিকারপুর ক্যাম্প পরিদর্ন করেন এবং বিজিবি সদস্যদের সাথে কথা বলেন। স্থানীয় সাংবাদিকরা মহাপরিচালক মহোদয়ের সাথে হত্যাকান্ডের ব্যাপারে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে গাড়ি উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।