গ
আজকের কথা ডেক্স,বেনাপোল: যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে পাচার এর সময় পায়ু পথ থেকে দুটি স্বর্নের বারসহ(২০০.৪৫ গ্রাম) মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক হয়েছে।
সোমবার(২৯ জানুয়ারী) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে। আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন হোসেন জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার হয়। আনুমানিক বাজার মুল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা। স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে জানান।
এদিকে স্থানীয়রা জানান প্রায় ৬ মাস ধরে বেনাপোল বন্দর ও কাস্টমসে চোরাচালান প্রতিরোধে স্থাপিত ৪টি স্ক্যাকিং মেশিনের মধ্যে ৩ টি অচল হয়ে পড়ে থাকায় এপথে চোরাচালান বাড়ছে। তবে এসব চালানের অধিকাংশ আটক হচ্ছে ভারতে। গত ৩ মাসের পরিসংখ্যনে দেখা গেছে বাংলাদেশ কাস্টমসের অভিযানে ১ টি স্বর্নের চালানসহ এক জন আটক হয়েছে। অপর দিকে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমের নিরাপত্তাকর্মীদের হাতে স্বর্ন ও মোবাইলের চালানসহ ২২ জন আটক হয়েছে । যাদের মধ্যে পাসপোর্টধারী, পরিবহন চালক ও পণ্যবাহী ট্রাক চালক রয়েছে।