আজকের কথা ডেক্স(বেনাপোল) : মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও কক্সবাজারে টেকনাফ সীমান্তে। মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপেছে দেশের এই দুই সীমান্ত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ নম্বর পিলারের মিয়ানমারের সেনা ঘাঁটি থেকে মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরপর তিনটি বিকট শব্দে কেঁপে উঠে তুমব্রু সীমান্ত। এসময় ১০টির বেশি গুলির শব্দ ভেসে আসে বাংলাদেশের তুমব্রুর পাড়ে।
এদিন সকালের দিকে উখিয়ার আঞ্জুমান পাড়া ও হোয়াইক্যং সীমান্তের মানুষ দুটি মর্টার শেলের বিকশ শব্দ শুনতে পান।
গেল ক’দিনের মতো মঙ্গলবারও মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর পাল্টপাল্টি হামলার প্রভাব ছিল নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের সীমান্তে। এতে আতঙ্কে আছেন স্থানীয়রা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বললেন, মঙ্গলবারও মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। মিয়ানমারের কাছাকাছি হওয়ায় তার এলাকার মানুষের জীবন যাপনে আঘাত আসছে।