সোমবার (০৫ ফেব্রুয়ারি) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কণ্ঠভোটের প্রস্তাব করলে তা এমপিরা পাস করেন।
কমিটিতে নীলফামারী-২ আসনের এমপি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী, চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬), মো. সাদ্দাম হোসেন পাভেল (নীলফামারী-৩), জান্নাত আরা হেনরি (সিরাজগঞ্জ-২), নাঈমুজ্জামান ভূইঁয়া (পঞ্চগড়-১) ও কামরুল আরেফিনকে (কুষ্টিয়া-২)।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ আজকের অধিবেশনে মোট ১৬টি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার আরও ১২টি কমিটি গঠন করা হয়েছে