আজকের কথা ডেস্ক (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পৃৃথক দুটি অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় কসমেটিক ও আমদানি নিষিদ্ধ ক্রিম সহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ( ১৯ ফেব্রয়ারী) বিকালে বেনাপোল পোর্টথানা পুলিশ পৃথক দুটি অভিযানে তাদের আটক ও মাদক দ্রব জব্দ করে।
আটক আসামীরা হলেন,বেনাপোলের ছোটআচড়া মোড় থেকে ৫০০ পিচ Skinshine Cream, ১২০০ পিচ Clobeta G M cream 10g সহ আটক করা হয় পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে আল-আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫)। ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয় ঢাকার কেরানিগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে ফারজানা বেগমকে(৪৫)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্স জানান, তাদের কাছে গোপন খবর আসে চোরাচালান কারবারের। পরে পুলিশ পৃথক দুটি অভিযানে তাদের আটক করে। পরে তাদের কাছ খেকে মাদক দ্রব ও ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয় । আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতের মূল্য এক লক্ষ চব্বিশ হাজার টাকা।