আজকের কথা,ডেস্ক(বেনাপোল): :
ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ থেকে টানা ৫ দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি,রফতানি বানিজ্য।
এদিকে আমদানি রফতানি বন্ধ থাকায় দুই পার বন্দরে আটকা পড়েছে সহস্রধিক পণ্য বোঝায় ট্রাক।
বন্দর সুত্রে জানায়, ভারতের উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গে আগামী ২০ মে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এতে আগাম নিরাপত্তাজনিত কারনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার সাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এজন্য ১৭ মে সন্ধ্যা ৬ টা থেকে ২০ মে ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে। এসময় বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। এছাড়া বন্ধ রাখা হয়েছে ১৮ মে থেকে ২১ মে পর্যন্ত এপথে আমদানি রফতানি বানিজ্য এব্ং ২২ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি। এত আমদানি- রফতানি বন্ধ হয়ে পড়ায় যেমন দুই পার বন্দরে আটকা পড়েছে সহ¯্রধিক পণ্য বোঝায় ট্রাক তেমনি ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন ট্যুরিষ্ট,বিজনেস ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা। তবে মেডিকেল ভিসার পাসপোর্টধারী ও ভারতীয় ভোটার এমন নাগরীকদের যাতায়াতে কোন বাঁধা নেই।
পাসপোর্টধারী যাত্রী বরিশালের রহমত জানান,
ট্যুরিষ্ট ভিসায় ভারতে যেতে বেনাপোল বন্দরে এসেছিলেন কিন্তু ভারতে নির্বাচনের কারনে ট্যুরিষ্ট ভিসার পাসপোর্টধারি যাত্রীদের ভারতে ঢুকতে দিচ্ছেনা।
পণ্য পরিবহনকারি ট্রাক চালক জমির উদ্দীন জানান, ৫ দিন বন্ধের কারনে বন্দরে আটকা পড়েছি। এতে তাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হচ্ছে।
বেনাপোল বন্দর আমদানি,রফতানি সমিতির সাধারন সমবপাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বৌদ্ধ পূনিমার ছুটিতে ৫ দিন আমদানি, রফতানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে।
বেনাপোল স্থলবন্দর প্যাছেঞ্জার টার্মিনালের ইনচার্জ
নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিষ্ট ভিসায় যাতাযাত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। আগামী ২১ মে থেকে সবধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি,রফতানি বানিজ্য শুরু হবে।।