আজকের কথা,ডেস্ক,বেনাপোল(যশোর): ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাদের জন্য ৩০০ কেজি (১৫ কার্টুন) আম পাঠিয়েছেন তাদের বাংলাদেশ প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮ টার দিকে বাংলাদেশ থেকে ভারতগামী আন্তর্জাতিক বাস সার্ভিস শ্যামলী পরিবহন এবং গ্রীন লাইন পরিবহনের মাধ্যমে এ আম পাঠানো হয়।
এদিকে এ আম নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয় বাংলাদেশ সরকার উপহার হিসাবে ভারত সরকারকে দিচ্ছে। এ বিষয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন বৃহস্পতিবার রাত ৯ টায় জানান, তারা নিজেদের জন্য বাংলাদেশ থেকে এ আম নিয়ে এসেছেন।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান,তিনি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তিনি কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জন্য আম গেছে এতটুকু শুনেছেন। এ আম ভারত সরকারের উপহার হিসাবে যাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত সরকারকে আম দিচ্ছে এমন কোন তথ্য কাছে নেই।
জানা যায়, ভারত-বাংলাদেশ সৌহাদ্য সম্পক্যের কারনে অনান্য বার বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশ সরকারেরর পক্ষ্য থেকে ভারত সরকারের জন্য উপহারের আম যায় ভারতে। কিন্তু এবছর এখনও যায়নি। তবে বেনাপোল বন্দর দিয়ে না গেলেও দেশের অনান্য বন্দর দিয়ে উপহারের ফল ভারতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।