ফোরকান জামান (বেনাপোল): যশোরের বেনাপোল বাজারে নিত্যপন্যের দাম কমাতে ও সিন্ডিকেট ভাঙতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির বাজার চালু করেছে গণঅধিকার পরিষদের কর্মীরা। সপ্তাহে তিন দিন চলবে বাজারে বেঁচা,কেনা। সব ধরনের মানুষ এ হাট থেকে পণ্য কিনতে পারবেন।
রোববার সকালে বেনাপোল পৌরসভার পুকুর পাড় জামে মসজিদের সামনে এ বাজারের নিত্য পণ্য সবজি বিক্রী শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক ইকবাল,সহ-ভূমি ও পূর্ণবাসন সম্পাদক এবিএম আশিকুর রহমান , যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ মানব অধিকার বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শান্ত, এবং ছাত্র অধিকার পরিষদ যশোরের সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সহ-সভাপতি মোঃ সাজিদুর রহমান শিপু,সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী । এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার নেতা- কর্মীবৃন্দ।
এদিকে দ্রব মুল্যের উধ্বগতির এ বাজারে কমদামে সস্তির হাট থেকে নিত্য পন্য কিনতে পারায় উপকৃত
হচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
সবজি ক্রেতা রায়হান বলেন, এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি।
আরও একজন ক্রেতা মফিজুর বলেন, কম মুল্যের কারনে অধিকাংশ মানুষই এখানে আসছেন পারবে এবং কিছুটা হলেও নিজেদের খরচ কমাতে পারবে।
মোঃ আশিক ইকবাল তার বক্তব্যে বলেন, গণঅধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের জন্য এই বাজার ছোট হলেও স্বস্তি এনে দেবে, যা তাদের জীবনে বড় ভূমিকা রাখবে।বর্তমানে বাজারে গেলে জনমানুষের কৃষকরা ২/৩ মাস ধরে তাদের সময়,শ্রম ও অর্থ দিয়ে সবজি উৎপাদন করে যে দাম পায় তার থেকে দ্বিগুন তিনগুন লাভ করে মধ্যাসত্বভোগীরা।যাদেরকে আমরা সিন্ডিকেট নামে চিনি।এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ এই উদ্যোগ নিয়েছে।