০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি। এসিল্যান্ড ক্লোজ

ডেস্ক নিউজ

 

স্টাফ রিপোর্টর: শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে পোস্ট দেওয়ার পর পরই তাকে সরিয়ে নেওয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়।
যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি।
আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান।
এর প্রায় এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন এ্যাসিল্যান্ড।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এই আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি। এসিল্যান্ড ক্লোজ

আপডেট: ০৩:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

 

স্টাফ রিপোর্টর: শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে পোস্ট দেওয়ার পর পরই তাকে সরিয়ে নেওয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়।
যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি।
আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।

এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান।
এর প্রায় এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করেন এ্যাসিল্যান্ড।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এই আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত চলছে।