এনবি নিউজ : আন্দোলন থেকে চিত্রনায়ক, তারপর আবার রাজনীতিতে ফিরে সংসদ সদস্য- সেই আকবর খান পাঠান ফারুকের জন্য শোক প্রস্তাব গৃহীত হল সংসদে।
আজ বুধবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুকের মৃত্যুতে আনা শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
তার আগে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অন্যরা। পরে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
প্রধানমন্ত্রী প্রয়াত ফারুককে স্মরণ করে বলেন, “ফারুক ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রজীবনে আইয়ুববিরোধী আন্দোলনে ভুমিকা রেখেছেন। নিষ্ঠা ও সাহসের সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন।
“দুঃখজনক হচ্ছে আমরা একে একে সব মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি। তিনি এভাবে চলে যাবেন, তা কখনও ভাবিনি। আল্লাহ পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক।”
ফারুকের বহুমাত্রিক গুণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “কেবল রাজনীতি নয়, আমাদের সাংস্কৃতিক জগতে তার অবদান রয়েছে। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে বিরাট ক্ষতি হয়েছে।
এ টি