এনবি নিউজ ডেস্ক : ‘টোকাই’ বানাতে গিয়ে পদে পদে হয়রানির মুখে পড়তে হয়েছে, নিজেই এই কথা জানালেন হিরো আলম। ‘অভিনয়শিল্পীরা অনেকে রাজি হন না। অনেক অনুরোধ করে রাজি করালেও অন্যরা তাদের আমার সিনেমায় কাজ করা নিয়ে বাজে কথা বলেছে। অনেকেই ভয় দেখায় আমার সিনেমা করলে তাদের কাজ কমে যাবে। আমি সিনেমা বানাতে পারব না। সিনেমা মুক্তি দিতে পারব না। সবাইকে বলেছি আপনারা মুখ ফিরিয়ে নিলে আমি চলচ্চিত্রে কাজ করব কীভাবে? তখন তাঁরা রাজি হয়েছেন,’ মনে কষ্ট নিয়েই কথাগুলো বলে গেলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত ঠিকই শেষ করেছেন ছবির কাজ। আজ মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা টোকাই।
প্রথম সিনেমা ‘সাহসী হিরো’ আলম মুক্তির সময়ে হিরো আলমকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। অনেকেই চাচ্ছিলেন না সিনেমাটা মুক্তি পাক। এবার তাঁর সামনে কোনো বাধা নেই। বরং এবার সাধুবাদ পাচ্ছেন বলে জানালেন হিরো আলম। সিনেমাটি নিয়ে প্রত্যাশা কী, কেন মনে হলো আপনার সিনেমা দর্শক দেখবে?
হিরো আলম বলেন, ‘ভক্তদের মাঝে জনপ্রিয়তা আমার আগের চেয়ে বেড়েছে। আমার ছবি নিয়ে তাদের অনেক উচ্ছ্বাস। ভালো রেসপন্স পাচ্ছি। সব সময় আমাকে যাঁরা বাধা দেন, তাঁদের আমি দেখিয়ে দিব।
আমার সিনেমা দেখতে মানুষ এবার হলে আসবেন। আমি যে শুধু নামেই হিরো না; চলচ্চিত্রজগতেও যে আমি হিরো, সেই সফলতা নিয়ে আসব। আমার প্রথম বাধা ছিল হল। সেখানে এই দুঃসময়ে ৩০টি সিনেমা হল পেয়েছি। এসবই আমার জন্য চ্যালেঞ্জ ছিল।’