এনবি নিউজ : গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। বিয়ের পর থেকেই সংসারে টুকটাক অশান্তি লেগেই রয়েছে তাঁদের। স্বামী রাজ নাকি অভিনেত্রীকে শারীরিক নির্যাতন করেছেন, অভিযোগ করেন পরীমণি। এর মাঝেই তাঁদের জীবনে পুত্র রাজ্যের আগমন। ছেলের কথা ভেবেই নাকি সব মিটমাট করেন নেন এই জুটি। কিন্তু এ বার ফের তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়েছে।
গত ২৯ মে অভিনেতা শরিফুল রাজের ফোন থেকে অভিনেতা তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকেই বিস্তর জলঘোলা। কে করছে এমন কাজ? রাজের দাবি তিনি কিছুই জানেন না। যে অভিনেত্রীদের ভিডিও ফাঁস হয়েছে তাঁদেরও দাবি, রাজ নির্দোষ। তাঁদের আঙুল পরীমণির দিকে। যদিও অভিনেত্রী সম্পূর্ণ বিষয়টিকেই অস্বীকার করেছেন। এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলার মধ্যেই মুখ খুললেন পরীমণি। তিনি বলেন, ‘‘আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না। আমি ওঁর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে।’’ তা হলে কি বিবাহবিচ্ছেদের আভাস দিলেন অভিনেত্রী?
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে পরীমণি তাঁর এবং রাজের দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুলেছেন। ভিডিও ফাঁস হওয়ার পরেই অভিনেত্রী জানান, এই ঘটনার আগেই নাকি বাড়ি ত্যাগ করেন রাজ। এ বার খোলসা করলেন সবটা। অভিনেত্রীর কথায়, ‘‘‘দামাল’ ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাড়ি থাকত না। সন্তানের প্রতি ও কোনও রকম দায়িত্ব পালন করত না।’’ কিন্তু ক’দিন আগেই বেশ কিছু অনুষ্ঠানে রাজের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি নিজের বাপের বাড়িতেও রাজকে নিয়ে যান পরীমণি। তা হলে কি সবটাই লোকদেখানো? পরীমণির কথায়, ‘‘বিষয়টা রাজের তরফে লোক দেখানো। কিছু দিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি ও। আমার সঙ্গে ওর এখন শারীরিক, মানসিক কোনও সম্পর্ক নেই। আমি যখন হাসপাতালে, তখনই বাড়িতে রাজ ওর জিনিসপত্র গুছিয়ে রেখেছিল। আগেই প্রস্তুত ছিল বাড়ি ছাড়ার জন্য। এ ভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’’