এনবি নিউজ ডেস্ক : চীন সফরে গেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বিল গেটসকে একজন ‘পুরোনো বন্ধু’ বলে ডেকেছেন চীনের প্রেসিডেন্ট।
এ ছাড়া চীন ও যুক্তরাষ্ট্র—উভয়ই লাভবান হবে এমন কাজে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সি চিন পিং।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় গেস্টহাউসে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন বিল গেটস। তিন বছর পর বিল গেটসের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। বলেন, এ বছর এটাই কোনো আমেরিকান বন্ধুর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।
এই বৈঠক নিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি একটি ভিডিও প্রচার করেছে। এই ভিডিওতে সি চিন পিংকে বলতে শোনা যায়, ‘আমি প্রায়শই বলে থাকি চীন–যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি দুই দেশের জনগণ। আমেরিকার মানুষের প্রতি আমার অনেক প্রত্যাশা।’
সি চিন পিং আরও বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে, দুই দেশের জনগণ লাভবান হতে পারে এমন বিভিন্ন উদ্যোগ নিতে পারি আমরা। এমন কাজ করতে হবে, যাতে পুরো মানব সমাজ এর সুফল পায়।’
চার বছরের মধ্যে প্রথমবারের মতো গত বুধবার বেইজিংয়ে পৌঁছান বিল গেটস। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও গেটস ফাউন্ডেশনের প্রধান। গত বুধবার রাতে বিল গেটস টুইটারে লেখেন, ‘তিনি ২০১৯ সালের পর এবারই প্রথম বেইজিংয়ে এলেন।’
বিল গেটস গত বৃহস্পতিবার বেইজিংয়ে বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে নিজের ব্যক্তিগত ব্লগে বিল গেটস লিখেছিলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা, বিশেষত স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করার বিষয়ে সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি।