এনবি নিউজ : ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। এরপর ছবির টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়। অপেক্ষা সেন্সর ছাড়পত্রের। তবে তার আগে ঈদে মুক্তির তালিকা থেকে সরে গেল ‘অন্তর্জাল’ সিনেমাটি। এটা নিশ্চিত ২৯ জুন ঈদের দিন ঈদের অন্যান্য সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে না ছবিটি। তবে মুক্তির নতুন তারিখ জানিয়েছেন ছবিটির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
গত বৃহস্পতিবার মিম বলেন, ‘গতকাল রাতে ছবির টিম থেকে মেসেজ পেয়েছি, ঈদে ছবিটি মুক্তি পাচ্ছে না। আজ সকালেও সবার সঙ্গে কথা হয়েছে ছবিটি ঈদে মুক্তি দেওয়া হচ্ছে না। আরও উপযুক্তভাবে ছবির পোস্টের কাজ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাবে।’ মিম আরও জানিয়েছেন ছবির প্রচারণামূলক একটি গানের শুটিং বাকি আছে এখনো। সেটি ঈদের আগে বা পরপরই শুটিং করার কথা আছে।
ঈদে মুক্তির তালিকায় থাকা ‘প্রিয়তমা, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’ ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় প্রচার–প্রচারণা এখন তুঙ্গে। কিন্তু ঈদের জন্য ঘোষিত ‘অন্তর্জাল’ ছবিটি নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে সেভাবে প্রচার চোখে পড়েনি।
এমন পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঈদে আসছে না ‘অন্তর্জাল’। এটি নিয়ে তখন ছবির পরিচালকসহ টিমের কেউই মুখ খোলেননি। তবে সেই গুঞ্জনই এখন সত্যি হলো।