এনবি নিউজ : পরশুই অধিনায়ক হিসেবে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলন করেছেন। কাল প্রথম ওয়ানডেতে হারের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আসেন দলের সেরা পারফরমার তাওহিদ হৃদয়। আর আজ তো বাংলাদেশ দলের অনুশীলনই নেই। সংবাদমাধ্যমের সামনেও আসার কথা নয় দলের কারও।
অথচ আজই কিনা চট্টগ্রামে হতে যাচ্ছে কৌতূহলজাগানিয়া এক সংবাদ সম্মেলন! আর সেটি ডেকেছেন খোদ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেটাও বিসিবি বা দলের মাধ্যমে নয়, একান্ত ব্যক্তিগত উদ্যোগে।
চট্টগ্রামে আফগানিস্তান সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের তামিম কাল গভীর রাতে খবর পাঠান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে কিছু বিষয়ে জানাবেন। কী বিষয়, সে ব্যাপারে জানতে চাইলে এই প্রতিবেদককে তিনি বলেছেন, ‘এটা কালকেই (আজ) বলি। আজ (গতকাল) আর কিছু জানতে চেয়েন না প্লিজ।’
এমন রহস্যময় সংবাদ সম্মেলনের ডাক গুঞ্জনের ডালপালা ছড়াবে, সেটাই স্বাভাবিক। সংবাদ সম্মেলনে কী বলবেন তামিম? কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি জানাতে যাচ্ছেন? শুধু আকস্মিক সংবাদ সম্মেলন ডাকাতেই নয়, তাঁকে নিয়ে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহই সেরকম ভাবনার সলতেতে আগুন দিচ্ছে। কাল রাতে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেল, তাতেও মিলেছে বড় কিছুর আভাস।