এনবি নিউজ ডেস্ক : মরক্কোতে গতকাল শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৯৬ জন নিহত ও ১৫৩ জনের বেশি আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মৃতর সংখ্যা বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে ভূমিকম্পটি ৬.৮ মাত্রার।
ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেচ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে। আহত ১৫৩ জন এসব এলাকার বিভিন্ন হাসপাতালে রয়েছে বলেও জানিয়েছে ওই মন্ত্রণালয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে।